ডিএমপির ১৪ ডিসির রদবদল
ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদের ১৪ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এদের মধ্যে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করা অতিরিক্ত ডিআইজি মো. মুহিদুল ইসলামকে ডিএমপি সদর দফতরের ক্রাইম প্রিভেনশন বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম কমিশনার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ শাহজাদ আলীর আলাদা অফিস আদেশে বদলি করা হয়।
বদলির আদেশ পাওয়া অন্য কর্মকর্তারা হলেন- ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি আ ফ ম আনোয়ার হোসেন খানকে ডিএমপির পিএমও পশ্চিম বিভাগে, মিরপুর বিভাগের ডিসি মাকছুদের রহমানকে ডিএমপির প্রটেকশন বিভাগে, মতিঝিল বিভাগের ডিসি শাহরিয়ার আলীকে ডিসি উত্তরা বিভাগে, সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের মোহাম্মদ সালাউদ্দিন শিকদারকে ডিবি মতিঝিল বিভাগে, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাসের রিকাবদারকে একই ইউনিটের দক্ষিণ বিভাগে চলতি দায়িত্বে রাখা হয়েছে।
ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেলকে মিরপুর বিভাগে, ডিএমপির প্রটেকশন বিভাগের ডিসি মইনুল হককে মিরপুর বিভাগে, ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের ডিসি রওনক আলমকে গুলশান বিভাগের ডিসি করা হয়েছে।
এ ছাড়া ডিবির রমনা বিভাগের ডিসি মোহাম্মদ আমীর খসরুকে ডিএমপির সদর দফতরের ডিসি প্রশাসন, ডিএমপির পিওএম পশ্চিম বিভাগের ডিসি সানোয়ার হোসেনকে ট্রাফিক মিরপুর বিভাগ, ওয়ারী বিভাগের ডিসি হারুন অর রশিদকে মতিঝিল বিভাগের ডিসি করা হয়েছে। লালবাগ বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামিকে ওয়ারির ডিসি হিসেবে রদবদল করা হয়েছে।
বিভি/টিটি




মন্তব্য করুন: