ঢাকার পর এবার সোনারগাঁয়ে গ্যাস বিস্ফোরণ, এক পরিবারের ৪ জন আহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে একটি বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোর রাত ৪টায় গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার, ভোর ৪টা। যখন কাঁচপুরের অধিকাংশ মানুষ ঘুমে, ঠিক তখনই এক বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের একটি বসতবাড়ি থেকে গ্যাস লিকেজ হয়েছিল, যা বিস্ফোরণের মাধ্যমে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটায়। এই মর্মান্তিক ঘটনায় একই পরিবারের ৪ জন সদস্য দগ্ধ হন। দগ্ধদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দগ্ধদের মধ্যে রয়েছেন- ৬৫ বছর বয়সী জরিনা বেগম, ৩৫ বছর বয়সী মো: আলাউদ্দিন, ১৪ বছরের কিশোরী শিফা আক্তার এবং মাত্র ৪ বছর বয়সী শিশু শিমলা।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন রহমান বলেন, আমরা ভোররাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে একই পরিবারের ৪ জন দগ্ধকে পেয়েছি। মো: আলাউদ্দিনের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে এবং চার বছর বয়সী শিশু শিমলার শরীরেরও ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিদেরও শরীরের উল্লেখযোগ্য অংশ পুড়েছে। তাদের জরুরি ভিত্তিতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়েছে। সকলের অবস্থাই আশঙ্কাজনক।
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আব্দুল্লাহ আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, বসতবাড়িতে জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। ভোর রাতে ঘটনার পরপরই দগ্ধদের আমরা বার্ন ইনস্টিটিউটে পাঠানোর ব্যবস্থা করি। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আমাদের দল ঘটনাস্থল পরিদর্শন করছি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: