• NEWS PORTAL

  • শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

বাংলাভিশনের ক্যামেরা জার্নালিস্টের ছেলে হাসান তিনদিন ধরে নিখোঁজ

প্রকাশিত: ১৬:৩৬, ৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বাংলাভিশনের ক্যামেরা জার্নালিস্টের ছেলে হাসান তিনদিন ধরে নিখোঁজ

বাংলাভিশনের ক্যামেরা জার্নালিস্ট মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আল-হাসান

দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ক্যামেরা জার্নালিস্ট মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আল-হাসান তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। তার সন্ধান চেয়ে শৈলকূপা থানায় জিডিও করা হয়েছে।

জানা গেছে, নিখোঁজ মো. আল-হাসানের বয়স ১২ বছর। তার বাড়ি ঝিনাইদহের শৈলকূপায় থানায়। গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকলের বাসায় খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। 

এদিকে তিনদিন ধরে ছেলেকে হারিয়ে দিশেহারা মা। উদ্বিগ্ন বাবা। এখানে-ওখানে ছোটাছুটি করছেন। ছেলের সন্ধান কামনা করেছেন সবার কাছেই।

আল-হাসানের সন্ধান পেলে ০১৭২০১১১১৭২ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো। নাম্বারটি আল-হাসানের বাবা আনোয়ার হোসেনের।
 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2