• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

রাজধানীতে বেড়েছে শীতের তীব্রতা, ফুটপাতের গরম কাপড় বিক্রির ধুম

মো. ওবায়দুল্লাহ, ঢাকা কলেজ

প্রকাশিত: ১৯:২২, ২৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রাজধানীতে বেড়েছে শীতের তীব্রতা, ফুটপাতের গরম কাপড় বিক্রির ধুম

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ করেই বেড়েছে শীতের তীব্রতা। ভোর ও রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে শীতের কনকনে হাওয়া। শীতের এই দাপটে নগরজীবনে বেড়েছে গরম পোশাকের চাহিদা, আর তার সরাসরি প্রভাব পড়েছে রাজধানীর ফুটপাতের বাজারগুলোতে।

সরেজমিনে রাজধানীর নিউমার্কেট, ফার্মগেট ও গুলিস্তান এলাকার ফুটপাত ঘুরে দেখা যায়, সোয়েটার, জ্যাকেট, মাফলার, হুডি এবং মহিলা ও শিশুদের গরম পোশাক কিনতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা- বিক্রেতার হাঁকডাকে মুখর এসব এলাকা।

ফুটপাতের দোকানগুলোতে মানভেদে বড়দের শীতবস্ত্রের দাম ৩০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত এবং শিশুদের জন্য বিভিন্ন ধরনের শীতবস্ত্র মিলছে ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে। মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের কাছে এসব দোকানই এখন প্রধান ভরসা। অনেকেই পরিবারের সদস্যদের জন্য একসঙ্গে একাধিক পোশাক কিনছেন।

নিউমার্কেট এলাকার রিপন নামের এক বিক্রেতা বলেন, “হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় গত কয়েক দিনের মধ্যে বিক্রি অনেক বেড়েছে। কয়েকদিন আগে যা বিক্রি হতো, এখন তা দ্বিগুণ হচ্ছে।”

অন্যদিকে একজন ক্রেতা জানান, শপিংমলের তুলনায় ফুটপাতে তুলনামূলক কম দামে পোশাক পাওয়ায় এখানেই আসছেন তারা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। অস্থায়ীভাবে সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কিছু স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শীতের এই তীব্রতা নগরজীবনে কিছুটা ভোগান্তি তৈরি করলেও ফুটপাতের শীতবস্ত্রের বাজারে এনেছে প্রাণচাঞ্চল্য, যেখানে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম পোশাকের বেচাকেনা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2