• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

তিতাস গ্যাস গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ, ভোগান্তি পোহাতে হবে ৩ দিন

প্রকাশিত: ১৬:৫৪, ২৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
তিতাস গ্যাস গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ, ভোগান্তি পোহাতে হবে ৩ দিন

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের রক্ষণাবেক্ষণ এবং কার্গো পৌঁছাতে দেরি হওয়ায় আগামী তিন দিন গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। তিতাস গ্রাহকদের জন্য এ দুঃসংবাদ দিলো তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে রবিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় সব শ্রেণির গ্রাহক এই সমস্যার সম্মুখীন হতে পারেন।

আজ দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে।

তিতাস কর্তৃপক্ষ জানায়, এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার ফলে শুক্রবার সকাল ৬টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত সব এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকবে। বিশেষ করে রান্নার কাজে ব্যবহৃত আবাসিক সংযোগ এবং শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গ্যাস সরবরাহ সাময়িক বিঘ্নিত হওয়ায় গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণ কাজ দ্রুত শেষ করে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, হঠাৎ করে গ্যাসের চাপ কমে যাওয়ায় শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক গ্রাহকরা ভোগান্তির কথা জানিয়েছেন। শীতের মৌসুমে গ্যাসের এই স্বল্পচাপ জনজীবনে বাড়তি চাপ তৈরি করছে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2