• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

বাইকে ধাক্কা নিয়ে তর্ক, ঘুষিতে প্রাণ গেল প্রাইভেটকার চালক আইনজীবীর

প্রকাশিত: ১৭:১৯, ১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:১৯, ১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বাইকে ধাক্কা নিয়ে তর্ক, ঘুষিতে প্রাণ গেল প্রাইভেটকার চালক আইনজীবীর

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কা। অতঃপর ঘুষিতে নাঈম কিবরিয়া নামে ৩৫ বছর বয়সী এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাঈম কিবরিয়া পাবনা সদর উপজেলার চক জয়েনপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুল হক বলেন, গতরাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি প্রাইভেটকারে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এ সময় মোটরসাইকেলে থাকা আরোহীরা নেমে প্রাইভেটকার চালক আইনজীবী নাঈম কিবরিয়ার সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে কিলঘুষি দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

মফিজুল হক আরও বলেন, ‘খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ট্রলির ওপর থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2