অজ্ঞান পার্টির ডিম খেয়ে জ্ঞান হারালেন এমপি প্রার্থী, খোয়ালেন টাকা-মোবাইল
এবার অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন খোদ সংসদ সদস্য প্রার্থী। জ্ঞান হারানোর পাশাপাশি খুইয়েছেন নিজের মোবাইল ফোন ও টাকা। অনাকাঙ্খিত এই ঘটনা ঘটেছে গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমানের সাথে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের মডার্ন মোড় এলাকা থেকে অজ্ঞান অবস্থায় গাইবান্ধা-৩ আসনের ওই প্রার্থীকে উদ্ধার করে পুলিশ।
তাজহাট থানার পুলিশ জানায়, শুক্রবার বিকেলে পিংকি এন্টারপ্রাইজের একটি বাসে করে ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশে রওনা হন আজিজার রহমান। পথে বাসের ভেতর অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে ডিম খাওয়ায়। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারান।
এরপর অজ্ঞান পার্টির সদস্যরা তাকে রংপুরের মডার্ন মোড় এলাকায় বাস থেকে নামিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে।
নগরীর তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, সন্ধ্যা সাতটায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মডার্ন মোড় থেকে আমরা এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করি। তার নাম আজিজার রহমান। তিনি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজার রহমান জানিয়েছেন, রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে বাছাইয়ে তার প্রার্থিতা বাতিল হয়ে গেলে তিনি আপিল করেন। ঢাকায় নির্বাচন কমিশনে আপিলে তিনি প্রার্থিতা ফিরে পান। এরপর ঢাকা থেকে কুড়িগ্রামগামী বাসে করে গাইবান্ধার উদ্দেশে রওনা দেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: