• NEWS PORTAL

  • রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬

ইসিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার  

প্রকাশিত: ১৪:১৮, ১৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ইসিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার  

ছবি: সংগৃহীত

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে নির্বাচন কমিশনের সামনে অস্থিতিশীল ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ (শনিবার) নির্বাচন কমিশন (ইসি) ভবনের চারপাশে একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। 

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ইসিতে প্রবেশের আগে কয়েক ধাপে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পিকেএসএফের দিকের সড়কসহ আশপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মূল গেটে তিন স্তরের নিরাপত্তা বলয় স্থাপন করা হয়েছে।

এছাড়া মূল ভবনের সামনেই ব্যারিকেড দিয়ে চলাচল সীমিত করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। যারা ভেতরে প্রবেশ করতে চাইছেন, সবার কাছেই প্রবেশের কারণ জানতে চাওয়া হচ্ছে। প্রাথমিক যাচাই শেষে ভেতরে প্রবেশের অনুমতি মিললেও অস্থায়ী অপেক্ষারতদের বুথ থেকে অডিটোরিয়ামে যেতে আরও দুই ধাপের নিরাপত্তা বলয় অতিক্রম করতে হচ্ছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত