• NEWS PORTAL

  • শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

রাজধানীর মিরপুরে বিজিবি মোতায়েন 

প্রকাশিত: ১৭:৫৫, ২২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীর মিরপুরে বিজিবি মোতায়েন 

বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, নির্বাচনী প্রচার-প্রচারণার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে মিরপুর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিরপুরে মোট দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবেন।

গত মঙ্গলবার রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকায় নির্বাচনী আইন ভঙ্গ করে ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত