মঠবাড়িয়ায় শাপলা কলি মার্কার শোডাউনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু
পিরোজপুর-৩ (মঠবাড়িয়ায়) আসনের জামায়াত জোটের শাপলা কলি মার্কার বিশাল শোডাউন মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪ টায় এই কর্মসূচির মধ্য দিয়ে দলটির নির্বাচনী যাত্রা শুরু হয়। এতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।দলটি মডেল মসজিদ থেকে শুরু করে পৌর শহরে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গোডাউন শেষ করে।
প্রচারণা উদ্বোধনকালে এনসিপির এমপি পদপ্রার্থী ড. শামীম হামিদী মঠবাড়ীয়াবাসীর প্রতি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। শান্ত মঠবাড়িয়া কে কেউ যেন অশান্ত না করতে পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান। উপজেলা সার্বিক উন্নয়ন সহ সাধারণ মানুষের পাশে প্রতিশ্রুতি দেন ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে সেক্রেটারি আবুল কালাম আজাদ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
বিভি/এজেড



মন্তব্য করুন: