স্ত্রী-সন্তানের হাতে হত্যার শিকার ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা

চট্টগ্রামে আব্দুল মান্নান নামে ইসলামিক ফাউন্ডেশন-এর এক কর্মকর্তা খুন হয়েছেন। পারিবারিক কলহের জেরে বুধবার গভীর রাতে বড় স্ত্রী এবং সন্তানরা মিলে আব্দুল মান্নানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে জানা যায়।
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন নাজিরপাড়া নিজাম কলোনিতে বুধবার (২৩ নভেম্বর) রাতে এই হত্যাকাণ্ডের শিকার হন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল মান্নান ।
পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, পারিবারিক কলহের জেরে বুধবার গভীর রাতে বড় স্ত্রী এবং সন্তানরা মিলে আব্দুল মান্নানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
এ ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ। তিনি পুলিশের কাছে স্বামীকে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানিয়েছে ওসি। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
নিহত আব্দুল মান্নান ইসলামিক ফাউন্ডেশন ফটিকছড়ি শাখা মডেল কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিহত আব্দুল মান্নানের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি বলে জানা গেছে।
বিভি/রিসি
মন্তব্য করুন: