• NEWS PORTAL

  • শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

শ্রীমঙ্গলে ‘আর্জেন্টিনা’কে বড় ব্যবধানে হারালো ‘ব্রাজিল’

প্রকাশিত: ১৯:৪৪, ২ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
শ্রীমঙ্গলে ‘আর্জেন্টিনা’কে বড় ব্যবধানে হারালো ‘ব্রাজিল’

প্রতীকী ছবি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে গ্রামে-গঞ্জে। ভক্তদের মধ্যে রেষারেষির পারদ উঠেছে চরমে। যেন পারলে নিজেরাই নেমে পড়বে মাঠে। তবে বিশ্বকাপের মাঠে নামতে না পারলেও নিজ নিজ এলাকায় নিজেদের মধ্যে শুরু করেছে লড়াই। ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থক ভাগাভাগি হয়ে খেলছেন ম্যাচ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে অনুষ্ঠিত খেলায় ৫-২ গোলেনে আর্জেন্টিনার বিপক্ষে জয় পায় ব্রাজিল। শুক্রবার সকালে উপজেলার ভাড়াউড়া মাঠে সমর্থকেরা ব্রাজিল ও আর্জেন্টিনা নামে দুই দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন। পুরো ৯০ মিনিট খেলে দুই দল।

কাপ পেয়ে উচ্ছ্বসিত ব্রাজিলের সমর্থকরা।

ম্যাচ শেষে বিজয়ীদের হাতে কাপ তুলে দেওয়া হয়। কাপ পেয়ে উচ্ছ্বসিত হন ব্রাজিল দলের খেলোয়াড়েরা। আনন্দঘন পরিবেশে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়রাও বেশ উপভোগ করেন ম্যাচটি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2