• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় ৪ মামলা

প্রকাশিত: ১৬:৪১, ১৭ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় ৪ মামলা

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনসহ ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দেড়শো জনকে আসামি করে ৪টি মামলা দায়ের করেছে পুলিশ। 

পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ ও দেশে অস্থিরতা সৃষ্টির অভিযোগে সোমবার দিনগত রাতে নগরীর কোতোয়ালি থানায় পুলিশ বাদি হয়ে  বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এ চারটি মামলা দায়ের করে। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে নগরের কাজীর দেউড়ি এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।প্রায় আধা ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে বিএনপির অন্তত ২৫ নেতা-কর্মী আহত হয়েছেন।

এছাড়া আহত হয়েছেন পুলিশের পাঁচ সদস্য। বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের একটি মোটরসাইকেল আগুন দেয়, ভাংচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন ও দোকান। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করেছিল চট্টগ্রাম মহানগর বিএনপি।

কাজীর দেউড়ি থেকে বিএনপির নেতা-কর্মীদের একটি মিছিল নাসিমন ভবনের দিকে আসার সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। মামলায় নগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাদের আসামি করা হয়েছে। 
 

বিভি/রিসি

মন্তব্য করুন: