• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে জিন্নাহ-রাকিব

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৮, ২৯ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৩:০২, ২৯ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে জিন্নাহ-রাকিব

মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি। কমিটির আহ্বায়ক মো. জিন্নাহ খান এবং সদস্য সচিব করা হয়েছে মো. রকিবুল রহমান রাকিবকে। 

শনিবার (২৯ জানুয়ারি) রাতে স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। আংশিক আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন কাজী নাদিম হোসেন টুয়েল।

আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। সেই সঙ্গে  আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরে সাংঠনিক কার্যক্রম পরিচালনা করার নির্দেশও দেওয়া হয়েছে। 

বিভি/এএইচ/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2