• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রফতানি বন্ধ

প্রকাশিত: ২২:২৯, ১ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রফতানি বন্ধ

আখাউড়ায় মাছের মান যাচাইকরণে প্রয়োজনীয় সরঞ্জাম এবং জনবল না থাকায় সে বন্দর দিয়ে মাছ আমদানি করবে না বলে জানিয়ে দিয়েছে দেশটির কেন্দ্রীয় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া। এক মাসের জন্য এ রফতানি বন্ধ করা হয়েছে বলে বুধবার (১ ফেব্রুয়ারি) জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের মৎস্য রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া।

আখাউড়া স্থলবন্দরের মাছ রফতানিকারক সমিতি সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ টন মাছ ভারতের ত্রিপুরা রাজ্যসহ আশপাশের ৭টি রাজ্যে রফতানি হয়। প্রতি কেজি মাছের রফতানিমূল্য আড়াই মার্কিন ডলার। প্রতিদিন গড়ে এক লাখ ডলারের মাছ রফতানি হয়।

রফতানি বন্ধ হওয়ায় ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি সরকারও বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হবে। পাশাপাশি বন্দরের রফতানি বাণিজ্য আরও বেশি সংকুচিত হয়ে পড়বে।

এ বিষয়ে আখাউড়া স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট মো. সামাউল ইসলাম জানান, চিঠির মাধ্যমে মাছ আমদানি বন্ধের বিষয়টি ভারত থেকে বাংলাদেশের ব্যবসায়ীদের জানানো হয়েছে।

বিভি/এনএ

মন্তব্য করুন: