• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

মেট্রোরেল : আরো দুই রুটে নগর পরিবহন চালুর সিদ্ধান্ত

প্রকাশিত: ১৯:০৯, ৭ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৯:১০, ৭ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
মেট্রোরেল : আরো দুই রুটে নগর পরিবহন চালুর সিদ্ধান্ত

মেট্রোরেলের সাথে সংগতি রেখে রাজধানীতে আরো দু'টি রুটে নগর পরিবহন চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে এ বিষয়ে দুই সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। 

 

ঘাটারচর, আগারগাঁও, মিরপুর, এয়ারপোর্ট হয়ে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত রুট ২৪ এবং ঘাটারচর, আসাদগেট, খামারবাড়ি, মহাখালি, বনানী হয়ে এয়ারপোর্ট রোড রুট ২৫ এ আগামী পাঁচমাসের মধ্যে নগর পরিবহন চালু করা হবে। ঐ রুটে মেট্রোরেল থাকায় মোট পঞ্চাশটি বাস নিয়ে শুরু হবে এই সেবা।

 এ সময় ঢাকার দুই মেয়র জানান, মেট্রোরেলের টিকিট কার্ড ব্যবহার করেই নগর পরিবহনে চড়তে পারবেন যাত্রীরা। নগর পরিবহনের শ্রমিকদের সতর্ক করে দক্ষিনের মেয়র ফজলে নূর তাপস বলেন, যেখানে সেখানে যাত্রী ওঠানোসহ কোনো ধরনের অনিয়ম দেখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন: