• NEWS PORTAL

  • সোমবার, ০৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু হচ্ছে আজ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৪, ১ মার্চ ২০২৩

আপডেট: ০৯:০১, ১ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু হচ্ছে আজ 

ছবি: সংগৃহিত

মেট্রোরেলের পঞ্চম স্টেশন হিসেবে মিরপুর-১০ নম্বর স্টেশন যাত্রী চলাচলের জন্যে পুরোপুরি উন্মুক্ত হচ্ছে। আজ বুধবার (১ মার্চ) মেট্রোরেলের পঞ্চম স্টেশন হিসেবে মিরপুর-১০ নম্বর স্টেশন যাত্রী চলাচলের জন্যে পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। 

সকাল সাড়ে ৮টায় মিরপুর-১০ স্টেশনটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী, উত্তরা ও আগারগাঁওয়ের মধ্যে ৯টি স্টেশন আগামী কয়েক দিনের মধ্যে খুলে দেওয়ার কথা রয়েছে।

মার্চের মধ্যে বাকি স্টেশনের উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে বলে জানান এম এ এন সিদ্দিক।

এছাড়া মার্চের পর থেকে ট্রেন চলাচলের সময় বাড়ানো হবে এবং জুলাই মাস থেকে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ট্রেন চলবে বলেও জানান তিনি। বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রো ট্রেন চলাচল করছে।

গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন ২৯ ডিসেম্বর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় মেট্রোরেল।

প্রথমে উত্তরা থেকে আগারগাঁওয়ের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়। পরে, আরও দুটি স্টেশন- পল্লবী ও উত্তরা সেন্টার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

বিভি/এইচএস

মন্তব্য করুন: