• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

কেরানীগঞ্জে ৪ ইট ভাটাকে ২০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২০:২৩, ১৪ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
কেরানীগঞ্জে ৪ ইট ভাটাকে ২০ লাখ টাকা জরিমানা

ঢাকার কেরানীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিমের নেতৃত্বে  মঙ্গলবার (১৪ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়। 

 সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ মোতাবেক উপজেলার তেঘড়িয়া ইউনিয়নের ইমন ব্রিকস কে ১০ লাখ, কোন্ডা ইউনিয়নের বাক্তা ব্রিকসকে ৩ লাখ,  শাহ জালাল ব্রিকসকে ৩ লাখ এবং নিউ নবিন ব্রিকসকে ৪ লাখ টাকাসহ সর্বমোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় অন্য দুটি প্রতিষ্ঠানের চার কর্মচারীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল বিন করিম বলেন, ইট প্রস্তুত ও ভাটা আইন-২০১৩ অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার, কাঠ পোড়ানো ও লাইসেন্স নবায়ন না থাকায় ৪ ইটভাটার মালিককে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আরও চলবে বলেও জানান এ কর্মকর্তা।

বিভি/রিসি

মন্তব্য করুন: