• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মেট্রো রেলের আরও দুই স্টেশন চালু

প্রকাশিত: ০৯:১০, ১৫ মার্চ ২০২৩

আপডেট: ১১:৪০, ১৫ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
মেট্রো রেলের আরও দুই স্টেশন চালু

ছবি: ফাইল ফটো

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)-এর তথ্য অনুযায়ী মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন আজ বুধবার (১৫ মার্চ) খুলে দেওয়া হয়েছে। ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন। 

মেট্রো রেলের যাত্রা শুরু হয় উত্তরা থেকে আগারগাঁও স্টেশনে ট্রেন চলাচলের মধ্য দিয়ে। শুরুতে মাঝখানের কোনো স্টেশনে ট্রেন থামতো না। পরের ধাপে উত্তরা সেন্টার, পল্লবী ও মিরপুর-১০ নম্বর স্টেশন চালু হয়। চলতি মাসে আগারগাঁও-দিয়াবাড়ী অংশের বাকি আরও স্টেশন চালু হতে যাচ্ছে।

এম এ এন সিদ্দিক বলেন, ‘এ দুই স্টেশন মিলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মোট সাতটি স্টেশন চালু হচ্ছে। এই পথে বাকি আরো দুটি স্টেশন চলতি মাসের শেষ সপ্তাহে চালু হবে। তবে এখনই সুনির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না। চলতি বছরের জুলাই মাস থেকে মেট্রো রেলের চলাচল পুরোদমে শুরু হবে। তখন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে ট্রেন চলবে।’

তিনি বলেন, ‘মেট্রো রেল লাইন-৬-এর আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ শেষ পর্যায়ে। স্টেশন নির্মাণকাজও প্রায় শেষ। এখন এক্সিট ও এন্ট্রির নির্মাণ কাজ চলছে।’

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক জানান, উদ্বোধনের পর থেকে গত ৮ মার্চ পর্যন্ত মেট্রো রেলে সাত লাখ ৯০ হাজার যাত্রী চলাচল করেছে। আয় হয়েছে চার কোটি ৭৬ লাখ টাকা। এ সময়ে এমআরটি পাস বিক্রি হয়েছে ১৬ হাজার ৯১০টি। বর্তমানে মেট্রো রেলের আয় দিয়ে ব্যয় মেটানো সম্ভব হচ্ছে।

৩৩ হাজার ৪৭৩ কোটি টাকা ব্যয়ে রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দেশের প্রথম মেট্রো রেল নির্মাণকাজ বর্তমানে চলমান রয়েছে। প্রকল্পটি ২০১২ সালে হাতে নেয় সরকার। গত বছরের ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার চালু করা হয়। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলতি বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিভি/এমআর

মন্তব্য করুন: