• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাজধানীর সাত তলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৮:৪৮, ২৭ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
রাজধানীর সাত তলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফাইল ছবি

রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন লাগে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

সোমবার (২৭ মার্চ) সকালে সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আজ (সোমবার) সকাল পৌনে ৭টার দিকে মহাখালীর সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। এর পরপরই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এখন পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করেছে। পরে ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আসেনি।

এদিকে, রবিবার (২৬ মার্চ) রাত ৩টা ২০ মিনিটের দিকে রাজধানীর কাপ্তানবাজারে জয়কালী মন্দিরের সুইপার কলোনিতে আগুন লাগে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত চারজন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- রাজু (৩৬), তার মা কান্তা (৬০), গিতা রানি দে (৬৫) ও আফজাল।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে জানান, জয়কালী মন্দিরের কাছে সুইপার কলোনির টিনশেড ঘরে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তবে এখনও সেখানে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিভি/টিটি

মন্তব্য করুন: