• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কাপ্তানবাজারে অভিযান চালিয়ে আড়ৎ বন্ধ করেছে ভোক্তা অধিদফতর

প্রকাশিত: ১৩:২৫, ২৭ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
কাপ্তানবাজারে অভিযান চালিয়ে আড়ৎ বন্ধ করেছে ভোক্তা অধিদফতর

কাপ্তানবাজারে অভিযান চালিয়ে আড়ৎ বন্ধ করেছে ভোক্তা অধিদফতর

রাজধানীর কাপ্তানবাজারে মুরগীর দোকানে অভিযান চালিয়ে জরিমানা ও আড়ৎ বন্ধ করে দিয়েছে ভোক্তা অধিদফতর। আটক করা হয়েছে একজন ব্যাপারিকেও। ভোক্তা অধিদফতর জানিয়েছে, দাম বাড়ানোর সাথে যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

সোমবার (২৭ মার্চ) এ অভিযান চালানো হয়।

কাপ্তানবাজারে পাইকারি ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি ১৯০ টাকা করে বিক্রি করছেন। অথচ কেউ ক্রয় রশীদ দেখাতে পারছেন না। বিনিময়ে গুনতে হয়েছে জরিমানা।

সোনালি মুরগি ৩৪০ টাকা করে বিক্রি করা হচ্ছে। খোদ মার্কেটের সভাপতির দোকানে নেই মূল্য তালিকা। বিষয়টি মুরগি ব্যবসায়ী নেতাকে ফোন করে ভোক্তা অধিদফতর জানালে নির্ধারণ করা হয় ৩৩০ টাকা। 

মূলত দাম নিয়ে এই তেলেসমাতির নেপথ্যে রয়েছে আড়ৎদার ও বেপারি। তারা মিলেই মন মতো দাম  নির্ধারণ করে পকেট ফাঁকা করছে ক্রেতাদের।

ভোক্তা অধিদফতর কর্মকর্তা মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, মুরগির দামে হেরফের করার নেপথ্যে রয়েছে আড়ৎদার ও বেপারি। তারাই ইচ্ছামতো মুরগির দাম নির্ধারণ করে 

অভিযানের পর সকল দোকানে ব্রয়লার মুরগি ১৮৫ টাকা এবং সোনালী ৩৩০ টাকা কেজি প্রতি ব্রিক্রি করা হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন: