সেবা গৃহীতাদের স্যার সম্মোধন করেন সরকারী কর্মকর্তা

সেবা গৃহীতাদের স্যার বলে সম্মোধন করেন বরিশাল জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ
সাজ্জাদ পারভেজ। বরিশাল সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার। অসহায় গরীব মানুষ খুজে খুজে সরকারি সহায়তা পৌছে দেয়ার দায়িত্ব পালন করায় বেশ সুনাম করিয়েছেন তিনি। সরকারি কর্মকর্তারা যখন স্যার শুনতে ব্যাস্ত তখন তিনি সেবা গৃহীতাদের উল্টো স্যার ডেকে সকলের প্রিয় ব্যক্তি হয়ে উঠেছেন।
সেবা গৃহীতাদের স্যার বলে সম্মোধন করেন বরিশাল জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ। যেখানে সবাই স্যার শুনতে ব্যাস্ত সেখানে তিনি কয়েক বছর আগ থেকেই উল্টো সবাইকে স্যার বলে ডাকেন। শুধু তাই নয় তিনি সাইনবোর্ডে গ্রাহককে স্যার সম্মোধন করে লিখে রেখেছেন স্যার আপনার জন্য কি করতে পারি!
বঙ্গবন্ধু বলেছেন আমরা প্রজতন্ত্রের কর্মচারি তাদের টাকায় আমাদের বেতন হয় সেই উক্তি থেকেই চাকুরির শুরু থেকেই এভাবে চলে আসছেন বলে জানান প্রবেশন অফিসার সাজ্জাদ।
মন্তব্য করুন: