• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪৫ ইউনিট

প্রকাশিত: ০৭:২৬, ৪ এপ্রিল ২০২৩

আপডেট: ০৯:১২, ৪ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪৫ ইউনিট

ছবি সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারের তিনটি কাপড়ের মার্কেটে ভায়াবহ আগুন লেগেছে।  আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৫টি ইউনিট। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬ টা ১০ মিনিটে দিকে বঙ্গ কমপ্লেক্স নামের এ মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানিয়েছেন মার্কেটগুলোতে মোট ৫ হাজার দোকান আছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকাল ৬টায় বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পেয়ে একের পর এক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এখন ৪৫টি ইউনিট কাজ করছে। এ ছাড়া অনেক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো খবরও আমাদের কাছে আসেন।

এদিকে আগুন লাগার খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছে যে যার মতো দোকান থেকে জিনিসপত্র বের করে আনার চেষ্টা করছেন।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2