অবশেষে জয়ের দেখা পেলো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে লিভারপুল। রবিবার শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ব্যর্থতার বৃত্ত ছিন্ন করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
শেফিল্ডের মাঠে ম্যাচের শুরু থেকে আধিপত্য নিয়ে খেলে লিভারপুল। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে আক্রমণের ঝড় তুলেও প্রথমার্ধে গোল পায়নি ক্লপের দল। শেফিল্ডের গোলরক্ষক রামসডেল একে একে রুখে দেন ফিরমিনো, সালাহ, আর্নল্ড, ভেনালডামদের প্রচেষ্টা। অবশেষে দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে অপেক্ষা ফুরোয় অতিথি দলের। ডি-বক্সে ফিরমিনোর পাস পেয়ে জোন্স লক্ষ্যভেদ করেন। ৬৪ মিনিটে শেফিল্ডের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় লিভারপুল। ফিরমিনোর শট ডিফেন্ডার ব্রায়ানের পায়ে লেগে জালে ঢোকে। লিভারপুলের জয়ে ফেরার আগে চেলসির মাঠে গোলশূন্য ড্র করে ম্যানইউ। এই ড্র'য়ে ২৬ খেলায় ৫০ পয়েন্ট নিয়ে ম্যানসিটির কাছে ১২ পয়েন্ট পিছিয়ে লিগ টেবিলের দুইয়ে রয়েছে সুলশারের দল। সমান খেলায় চেলসি ৪৪ পয়েন্ট নিয়ে পাঁচে ও লিভারপুল ৪৩ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে।
অন্য ম্যাচে চেলসির মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড গোলশূন্য ড্র করে শিরোপার লড়াইয়ে আরো পিছিয়ে গেছে।
বিভি/এমএইচকে