• NEWS PORTAL

  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

বেনাপোল রেলস্টেশন থেকে দশ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৩, ১৬ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
বেনাপোল রেলস্টেশন থেকে দশ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কোলকাতা-খুলনা রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বেনাপোল রেলস্টেশন টার্মিনাল এলাকায় থেকে ১০ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ, শাড়ি ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব পণ্য ট্রেনে করে পাচার করা হচ্ছিল।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, কোলকাতা হতে আগত ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম বেনাপোল রেলস্টেশন টার্মিনাল এলাকায় ট্রেনে অভিযান চালিয়ে ভারতীয় সুরভী জর্দা, ক্লপ জি ফেস ক্রিম, ফেসওয়াশ, নিভিয়া সফট ক্রিম, আমদানি নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট, শাড়ি, সিল্ক সুতা জব্দ করা হয়েছে।

জব্দ পণ্যসমূহ বেনাপোল শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2