করোনা টেস্টের ভিত্তিতে বুধবার টাইগারদের অনুশীলন

নিউজিল্যান্ডে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দল ক্রাইস্টচার্চে নিয়ম মাফিক ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করছে। আজ ষষ্ঠ দিনে পুরো দলের তৃতীয় দফা করোনা পরীক্ষা ও ফলাফলের ভিত্তিতে শিথিল হবে বিধিনিষেধ।
প্রথম দুই দফা করোনা পরীক্ষার ফল জানানো হয়নি। তাই ধরে নেয়া হচ্ছে সবাই সুস্থ আছেন। গত বুধবার তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা ক্রাইস্টাচার্চে পা রাখার পর থেকেই বাংলাদেশ দলকে কঠোর নিয়মের মধ্য দিয়ে চলতে হচ্ছে। প্রথম দুই দিন হোটেল রুমে বন্দি থাকা ক্রিকেটাররা তৃতীয় দিন থেকে আধা ঘন্টার জন্য রুমের বাইরে হাঁটার সুযোগ পেয়েছেন। ষষ্ঠ দিনে তৃতীয় দফা করোনা পরীক্ষা করানোর পর মঙ্গলবার হোটেলের জিম ব্যবহার করার সুযোগ পাবেন তারা। পরের দিন পারবেন অনুশীলন করতে। তবে, এই অনুশীলন করতে হবে পাঁচ জনের গ্রুপে ভাগ হয়ে। এভাবে ১১ দিন পার হওয়ার পর দ্বাদশ দিনে চতুর্থ ও শেষবার করোনা পরীক্ষা করিয়ে চতুর্দশ দিন থেকে বাংলাদেশ দলের ক্রিকেটাররা পুরো অনুশীলনে ফিরতে পারবেন। এর মধ্যে কারও করোনা পরীক্ষার ফল পজিটিভ এলে তাকে নতুন করে ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করতে হবে। ২০ মার্চ ডুনেডিনে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ দু'টি।
বিভি/এমএইচকে