• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অনিশ্চিত ভারত-পাকিস্তানের ম্যাচ!

প্রকাশিত: ১৩:৫৬, ৩১ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
অনিশ্চিত ভারত-পাকিস্তানের ম্যাচ!

ফাইল ছবি

বিশ্বকাপের আগে মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উত্তাপ ছড়াচ্ছে এশিয়ার দলগুলো। পাকিস্তানের মাটিতে বুধবার স্বাগতিকদের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে এশিয়া কাপের। সবার নজর এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান লড়াই। শনিবার এই দল দুটির মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

ভারত-পাকিস্তান লড়াই নিয়ে বরাবরই উত্তেজনার বাতাবরণ তৈরি হয়। কিন্তু সব উত্তেজনায় বাধ হতে পারে বৃষ্টি। 

জানা যায়, শ্রীলঙ্কার ক্যান্ডিতে শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। অর্থাৎ পুরো সময় না হলেও ম্যাচের কোনো না কোনো সময় বৃষ্টি হতেই পারে। সহ-আয়োজক শ্রীলঙ্কা বৃষ্টির কথা মাথায় রেখেই সব রকমের প্রস্তুতি কোনো কমতি রাখছে না। মাঠ পুরোপুরি প্রস্তুত রাখা হচ্ছে, যাতে বৃষ্টি হলেও তাড়াতাড়ি আবার খেলা শুরু করা যায়। তাইতো মাঠের ধারেই রাখা হচ্ছে কভার। 

ইতোমধ্যে ভারতীয় দল শ্রীলঙ্কা পৌঁছেছে। কিন্তু পাল্লেকেলেতে আসার পথে ঘন কালো মেঘ দেখেন তারা। রাজধানী কলম্বো ছেড়ে তা ক্রমশই এগিয়ে চলেছে ক্যান্ডির দিকে। বুধবার ক্যান্ডিতে সূর্যের আলো প্রায় দেখাই যায়নি।

আগস্ট-সেপ্টেম্বরে সাধারণত বৃষ্টির কারণেই শ্রীলঙ্কায় খেলা হয় না। পাকিস্তানের মাটিতে ভারত খেলতে রাজি না হওয়ায় শ্রীলঙ্কাকেই কয়েকটি ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টি সব উত্তেজনা ভেস্তে দিতে পারে। এমনও হতে পারে কলম্বোতে যে ম্যাচগুলো রয়েছে, সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সেপ্টেম্বরে এশিয়া কাপের কিছু ম্যাচ ভেস্তে গেলে অবাক হওয়ার কিছু নেই।পাল্লেকেলে স্টেডিয়াম এমনিতেও বেশ দর্শনীয়। শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলে এই একটিই স্টেডিয়াম রয়েছে। আপাতত মাঠের পাশাপাশি দলগুলোর নজরও আকাশের দিকে। ২০০৯ সালে উদ্বোধন হওয়ার পর থেকে নিয়মিত এখানে ম্যাচ হয়। কিন্তু পাহাড়ি অঞ্চল হওয়ার কারণেই এখানে বৃষ্টির পরিমাণ বেশি। 

বিভি/এসকে/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2