• NEWS PORTAL

  • বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

আইপিএল

বাংলাদেশের সবচেয়ে দামি প্লেয়ার ফিজ, কত রুপিতে পেলো কেকেআর  

প্রকাশিত: ২০:১৭, ১৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২০:২৮, ১৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশের সবচেয়ে দামি প্লেয়ার ফিজ, কত রুপিতে পেলো কেকেআর  

আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়াতে তিন ফ্র্যাঞ্চাইজির মধ্যে রীতিমতো কাড়াকড়ি লেগে গিয়েছিলো। দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস শুরু করলেও শেষ দিকে তাতে যোগ দেয় কলকাতা নাইট রাইডার্স। ভিত্তিমূল্য ২ কোটি রূপি থেকে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রূপিতে দলে টেনেছে কলকাতা। 

আইপিএলের ইতিহাসে বাংলাদেশি হিসেবে সবচেয়ে বেশি মূল্যে দল পাওয়ার রেকর্ড এটি। ১৯ বছরের ইতিহাসে এর আগে সবচেয়ে বেশি মূল্যে দল পেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। 

আইপিএলে এটি মোস্তাফিজের ষষ্ঠ দল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন মোস্তাফিজ।

আইপিএলের গত মৌসুমে শুরুতে দল না পেলেও শেষ দিকে দিল্লি ক্যাপিটালস দলে ভিড়িয়েছিল মোস্তাফিজুর রহমানকে। সেবার ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2