আইপিএল শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
আবুধাবির এতিহাদ অ্যারেনায় বসেছে আইপিএল ২০২৬-এর মিনি নিলাম। ৩৬৯ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণের এই লড়াইয়ে এখন পর্যন্ত বাংলাদেশের অন্যতম বড় সাফল্য মুস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই বাঁহাতি পেসারকে নিয়ে নিলাম টেবিলে রীতিমতো লড়াই চলে তিন দলের মধ্যে। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
নিলামে মুস্তাফিজের নাম-ওঠার পর প্রথমেই আগ্রহ দেখায় তার সাবেক দল দিল্লি ক্যাপিটালস। লড়াইয়ে যোগ দিতে দেরি করেনি চেন্নাই সুপার কিংসও। তবে শেষ পর্যন্ত কড়া দর-কষাকষিতে জয়ী হয় শাহরুখ খানের কলকাতা। প্রথমবারের মতো কেকেআর-এর জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন ‘কাটার মাস্টার’।
আইপিএল ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন।
মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি চললেও হতাশ হতে হয়েছে তাসকিন আহমেদকে। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের এই ডানহাতি পেসারের প্রতি নিলামের প্রথম ডাকে কোনো দলই আগ্রহ দেখায়নি। ফলে আপাতত অবিক্রিত থাকতে হচ্ছে তাকে। এছাড়া নিলামের তালিকায় থাকা আরও ৫ বাংলাদেশির নাম এখনও ডাকা হয়নি।
নিলামের উত্তেজনা ছাপিয়ে আলোচনায় এসেছে টুর্নামেন্টের সম্ভাব্য সূচিও। ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজের তথ্যমতে, আগামী বছরের ২৬ মার্চ থেকে মাঠে গড়াতে পারে আইপিএলের মেগা আসর। টুর্নামেন্টের পর্দা নামতে পারে ৩১ মে ফাইনালের মধ্য দিয়ে। নিলাম শেষে স্কোয়াড সাজাতে দলগুলো প্রায় তিন মাস সময় পাবে।
বিভি/টিটি




মন্তব্য করুন: