• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

আজ আইপিএলের নিলাম, তালিকায় আছেন ৭ বাংলাদেশি, নেই সাকিব

প্রকাশিত: ১১:৩৫, ১৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আজ আইপিএলের নিলাম, তালিকায় আছেন ৭ বাংলাদেশি, নেই সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল টি-টোয়েন্টির মেগা নিলাম আজ। দুপুর ২টায় বসবে ক্রিকেটার কেনার হাট। নিলামে বাংলাদেশের ৭ জন ক্রিকেটার স্থান পেয়েছেন। তবে নিলামে রাখা হয়নি সাকিব আল হাসান'কে।  

আইপিএল নিলামে প্রাথমিক তালিকায় ছিলেন ১৩৫৫ জন ক্রিকেটার। সেখান থেকে চূড়ান্ত বাছাই করে ৩৫০ জনকে রাখা হয়েছে। এরম্যধে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি। তবে নিলামে মাত্র ৭৭ জন ক্রিকেটারের স্লট ফাঁকা আছে, তারমধ্যে বিদেশি দলভূক্ত হতে পারবেন ৩১ জন। সেখানে বাংলাদেশের ক্রিকেটার আছেন ৭ জন। 

তারা হলেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। 

এবার ৪০ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এবং আইপিএল এ বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৬০ ম্যাচ খেলা মুস্তাফিজ আছেন সর্বোচ্চ ২ কোটি রুপির ক্যাটাগরিতে। 

এছাড়া রিশাদ, তাসকিন, নাহিদ, শরিফুল, তানজিম আছেন ৭৫ লাখ রুপির তালিকায়। রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। নিলামে সবচেয়ে বেশী অর্থ খরচ করতে পারবে কলকাতা নাইট রাইডার্স। ৬৪ কোটি ৩০ লাখ রুপি'তে ৬ বিদেশিসহ ১৩ জন ক্রিকেটারকে কিনতে পারবে তারা। 

এবার বিদেশী ক্রিকেটারদের মূল্য বেধে দিয়েছে বিসিসিআই। তাতে ১৮ কোটি রুপির বেশীতে কোন বিদেশী ক্রিকেটারকে দলভূক্ত করা যাবে না। যদি নিলামে কোন ক্রিকেটারের মূল্য ১৮ কোটি ছাড়িয়ে যায় তাহলে অতিরিক্ত অর্থ ভারতীয় ক্রিকেট বোর্ডের উন্নয়ণ তহবিলে যোগ হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2