ব্যাটিং বিপর্যয় কাটিয়ে সাকিব-হৃদয়ের শতরানের পার্টনারশিপ

ভারতের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশে সাকিব ও তাওহীদ হৃদয়ের শতরানের পার্টনারশিপ শতরানের জুটি গড়েছে। সেই সঙ্গে দলীয় স্কোর টেনে নিয়ে গেছে দেড়শ রানের বেশি।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় এই ম্যাচ শুরু হয়।
টপ অর্ডারের ব্যাটিং বিপর্যয়ের পর তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসানের ব্যাটে লড়ছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৩.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৬০ রান। ব্যক্তিগত ৮০ রানের মাথায় সাকিব আল হাসান বোল্ড হয়ে যান। তবে অপরপ্রান্তে অপরাজিত আছেন তাওহীদ হৃদয় ৪০ রানে।
বিভি/এইচএস
মন্তব্য করুন: