এশিয়া কাপ ফাইনাল: স্রোতের মতো উইকেট হারাচ্ছে শ্রীলঙ্কা

এশিয়া কাপের ফাইনালে ক্রিজে নেমেই ধুকছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ে টস হলেও বৃষ্টিতে খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। টসে জিতে ব্যাটিং করতে নেমে নাভিশ্বাস উঠেছে লঙ্কান ব্যাটারদের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.৩ ওভার শেষে মাত্র ৪০ রান তুলেছে লঙ্কান ব্যাটাররা। সাজঘরে ফিরেছেন ৮ ব্যাটসম্যান। ম্যাঢুসান ০ ও হেমান্থ ৬ রানে ক্রিজে আছেন। মোহাম্মদ সিরাজ ৬টি, হার্দিক পান্ডিয়া ১ ও জাসপ্রিত বুমরাহ একটি উইকেট নিয়েছেন।
বৃষ্টি শুরু হলে অতি দ্রুত কভার দিয়ে মাঠ ঢেকে দেন প্রেমাদাসা স্টেডিয়ামের মাঠকর্মীরা।ফাইনালে একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দুদল। মাহিশ থিকসানার চোটের কারণে লঙ্কান একাদশে সুযোগ পেয়েছেন দুশান হেমন্ত। আর অক্ষর প্যাটেলের বদলে ভারতের একাদশে এসেছেন ওয়াশিংটন সুন্দর।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: