• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের মহারণ দিয়ে বিশ্বকাপের পর্দা নামছে আজ

প্রকাশিত: ০৮:৫৯, ১৯ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের মহারণ দিয়ে বিশ্বকাপের পর্দা নামছে আজ

ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের মহারণ দিয়ে আজ পর্দা নামছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের। স্বাগতিকদের তৃতীয় বিশ্বকাপ জয়ের মিশনে অজিদের ষষ্ঠ শিরোপায় চোখ। আহমেদাবাদের ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মাঠে গড়াবে 'হাইভেল্টেজ' ফাইনাল ম্যাচটি।

বিশ্বকাপের ১৩তম আসরের আয়োজক ভারত লিগ পর্বে জিতেছে ৯টি ম্যাচেই। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় রোহিত শর্মার দল। তৃতীয় শিরোপায় চোখ দু'বারের বিশ্বচ্যাম্পিয়নদের। 

টুর্নামেন্টে ব্যাটিংয়ে সর্বোচ্চ ৭১১ রান বিরাট কোহলির। সবচেয়ে বেশি ২৩ উইকেট মোহাম্মদ শামির। ছন্দে আছেন রোহিত শর্মা, সুবমান গিল, জসপ্রিত বুমরাহরা। অপ্রতিরোধ্য ভারতকে রুখবে কে? ঘরের মাঠে ২০১১'র চ্যাম্পিয়নরা আরো একবার অর্জন করতে চায় বিশ্বজয়ের গৌরব। আছে স্বাগতিক দর্শকদের প্রত্যাশার চাপ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কঠিন চ্যালেঞ্জ থাকছে টিম ইন্ডিয়ার।

বিশ্বকাপে অলটাইম ফেভারিট পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আটবার খেলছে ফাইনাল। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে নিয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠেছে প্যাট কামিন্সের দল। টিম স্পিরিট বড় শক্তি অজিদের। প্রতিপক্ষ বোলারদের উপর ভয়ংকর রুদ্রমূর্তি দেখিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাটিং ফর্মে আছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শরা। আগুনে বোলিং জাম্পা, হ্যাজলউডদের। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ২২ উইকেট অ্যাডাম জাম্পার।

ওয়ার্ল্ডকাপের হেক্সা মিশনে ফাইনালে ভারতের বাধা অস্ট্রেলিয়ার। স্নায়ুচাপে ফাইনালে দলে আছে বিশ্বকাপ জয়ী অভিজ্ঞ ক্রিকেটাররা। নিজেদের সামর্থ্যে অধিনায়ক প্যাট কামিন্সের আত্মবিশ্বাসটা বেশ দৃঢ়। তারপরও প্রতিপক্ষকে সমিহ করছেন তিনি।  

প্যাট কামিন্স বলেন, ভারত নিজেদের মাঠে দুর্দান্ত খেলছে। ম্যাচে কে ফেভারিট আমি তা জানি না। আমি মনে করি দু'দলই সমান অবস্থানে আছে। আমাদের ভালো দিক হলো, এই দলে ২০১৫ বিশ্বকাপ জেতা ৬-৭ জন আছে, যারা জানে এই অনুভূতি। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ছেলেরা ছিল, ১৫ জনের মধ্যে তাদের প্রায় এক ডজন, যারা বিশ্বকাপ জিতেছে। তারা জানে কী করতে হয়। নির্ভয়ে, সাহসী ক্রিকেটটাই খেলবো আমরা। আশা করছি জিতবো ফাইনালটা।

২০০৩ সালে জোহানেসবার্গে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। ২০ বছর পর আহমেদাবাদে ট্রফির লড়াইয়ে আবার মুখোমুখি দুই দল। ভারতের প্রতিশোধের অপেক্ষায় আহমেদাবাদ। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ ব্যাটিং বান্ধব। সমস্যায় পড়তে পারেন বোলাররা। ফাইনালে টস জয়টা বেশ গুরুত্বপূর্ণ।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2