বৃষ্টির পর মুস্তাফিজের জোড়া আঘাত আর সোহানের উড়ন্ত ক্যাচ

পরপর দুই ওভারে দুটি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।
বৃষ্টি বাধা পেরিয়ে আবারও মাঠে গড়িয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ। মিরপুরে টাইগারদের মোকাবেল করছে নিউজিল্যান্ড। বৃষ্টির পর খেলা শুরু হতেই দুটি সাফল্য পেয়েছে বাংলাদেশ। জোড়া উইকেট শিকার করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। উইকেটের পেছনে উড়ন্ত ক্যাচ নিয়েছেন নুরুল হাসান সোহান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। দুটি উইকেট হারিয়ে রান তুলেছে ৭৩। উইল ইয়ং ৩০ ও হেনরি নিকোলস ২৫ রানে ক্রিজে আছেন। শুরু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছে এই জুটি।
এর আগে সপ্তম ওভারে মুস্তাফিজের রাউন্ড দ্য উইকেট থেকে করা বলটি বেরিয়ে যাচ্ছিল অ্যালেনের কাছ থেকে। লেগ সাইডে ঘুরিয়ে খেলতে গিয়ে এজড হয়ে যায় উইকেটের পেছনে। ডানদিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন দলে ফেরা নুরুল। ৯ রানে ফিরে যান ফিন অ্যালেন।
পরের ওভারেই মুস্তাফিজের বলে আবারও সোহানের হাতে ক্যাচ। প্রায় একই ভঙ্গিতে ব্যাটিং করতে গিয়েছিলেন চ্যাড বয়েস। পেলেন না রেহাই। ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় সোহানের তালুতে। ৩ বল খেলে মাত্র ১টি রান করেছিলেন তিনি।
এর আগে বৃষ্টির কারণে দুই ঘণ্টারও বেশি সময় পর আবার শুরু হয় খেলা। অসমাপ্ত পঞ্চম ওভার করেন মোস্তাফিজুর রহমান। ম্যাচের দৈর্ঘ্য কমে ৪২ ওভারে দাঁড়িয়েছে। টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: