ভারত–পাকিস্তান যুদ্ধবিরতি: আইপিএল ও পিএসএল কবে শুরু?

ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধের আঁচ লেগেছে দুই দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে। বন্ধ হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। শনিবার (১০ মে) থেকে দুই দেশের মধ্যে চলছে যুদ্ধবিরতি। তাই ক্রিকেটভক্তদের মনে প্রশ্ন আইপিএল ও পিএসএল কবে শুরু হবে?
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, আইপিএল আবার শুরু হতে পারে ১৫ মে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। অন্যদিকে পিএসএল শুরু করতেও তোড়জোড় শুরু হয়েছে। তবে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো নির্দিষ্ট কোনো তারিখের কথা জানায়নি।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘যুদ্ধ বন্ধ হয়েছে। এখন নতুন পরিস্থিতিতে বিসিসিআই কর্মকর্তারা এবং আইপিএল গভর্নিং কাউন্সিল রবিবার (১১ মে) বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেবে। দেখা যাক টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো শেষ করার জন্য কোনটা সবচেয়ে উপযুক্ত সময় হয়।’
অন্যদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে পিসিবির একটি সূত্র জানিয়েছে, পিএসএলের বাকি আটটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে হতে পারে। সেই সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, বিদেশি খেলোয়াড়দের দুবাইয়ে রাখার জন্য ও দেশি খেলোয়াড়দের প্রস্তুত রাখতে ছয়টি ফ্র্যাঞ্চাইজিকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
ইএসপিএন ক্রিকইনফো তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, বেশিরভাগ বিদেশি খেলোয়াড় ও স্টাফ ৯ ও ১০ মে'র মধ্যে ভারত ছেড়ে গেছেন। তাদের মধ্যে যারা যাত্রাপথে আছেন তাদের আপাতত থেমে যেতে বলা হয়েছে। কিছু ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফরা ভারত ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
গত ৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি যুদ্ধপরিস্থিতির কারণে বাতিল হয়ে যায়। এরপর এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা আসে। ১৫ মে যদি আবার আইপিএল শুরু হয়, তাহলে ঠিক এক সপ্তাহই বিরতি থাকবে। এবারের পিএসএলে বাকি এখনো ৮ ম্যাচ। অন্যদিকে আইপিএলে বাকি আরও ১৫ ম্যাচ।
বিভি/টিটি
মন্তব্য করুন: