• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘বাংলাদেশে পিএসএল আয়োজন করলে পিসিবিরই লাভ’ 

প্রকাশিত: ২১:৩১, ১১ মে ২০২৫

ফন্ট সাইজ
‘বাংলাদেশে পিএসএল আয়োজন করলে পিসিবিরই লাভ’ 

রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলার পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর নতুন করে আবারও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আলোচনা চলছে।

পাকিস্তানের মাটিতে আবারও পিএসএল শুরু হলে কিছুটা হলেও শঙ্কা থেকেই যাচ্ছে। যুদ্ধবিরতিতে দুই দেশ সম্মতি দিলেও সাময়িক উত্তেজনার রেশ কাটতে কিছুটা হলেও সময় লাগবে। তাই পাকিস্তানের বাইরে পিএসএল আয়োজনের পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলি।

তিনি মনে করেন, দেশের বাইরে পিএসএল আয়োজনে শুধু সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প না ভেবে বাংলাদেশকেও বিবেচনা করা যেতে পারে। তার মতে বাংলাদেশের দর্শকরা ক্রিকেটপ্রেমী। তাই এখানে আয়োজন করলে পিসিবিরই লাভ হবে।

বাসিত বলেন, যদি টুর্নামেন্টে কোনো ঝামেলার সৃষ্টি হয়, দয়া করে খেলা দুবাইতে সরিয়ে নেবেন না। বাংলাদেশকে বিবেচনা করবেন। ওই দেশের স্টেডিয়ামগুলো ক্লাবের ম্যাচগুলোতেও দর্শকে পরিপূর্ণ থাকে।

পিএসএলের দশম আসর বর্তমানে চূড়ান্ত ধাপে রয়েছে। বাকি আছে আর আটটি ম্যাচ— লিগ পর্বে ৪টি, ৩টি প্লে-অফ এবং ফাইনাল। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা কোয়েটা গ্ল্যাডিয়েটর্সই কেবল প্লে-অফ নিশ্চিত করেছে। ৯ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ১৩। 

এ ছাড়া ১০ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই-তিনে অবস্থান করছে করাচি কিংস (৮ ম্যাচ) ও ইসলামাবাদ ইউনাইটেড (৯ ম্যাচ)। পরের তিনটি দল লাহোর কালান্দার্স (৯ পয়েন্ট), পেশোয়ার জালমি (৮ পয়েন্ট) ও মুলতান সুলতান্স (২ পয়েন্ট)। তলানিতে থাকা সাবেক চ্যাম্পিয়ন মুলতান ইতোমধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: