• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভুটানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৮, ১১ মে ২০২৫

ফন্ট সাইজ
ভুটানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ। ৩-০ গোলে ভুটানকে উড়িয়ে দিয়ে টিকিট নিশ্চিত করলো কোচ গোলাম রব্বানী ছোটনের দল।      

রবিবার (১১ মে) অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ছিল বিশেষ আয়োজন। দুই দলই ফটোসেশন করে ‘মা দিবস’ লেখা টি-শার্ট পরে। কিক অফের পর দুই দলই পাল্লা দিয়ে আক্রমণ করতে থাকে। নবম মিনিটে তানদিন শেওয়াংয়ের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন বাংলাদেশ গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন।

মালদ্বীপ ম্যাচের মতো এই ম্যাচে এগিয়ে যেতে খুব একটা সময় নেয়নি বাংলাদেশ। ১৩ মিনিটে মুর্শেদ আলীর কাছ থেকে আসে প্রথম গোল। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের চুলচেরা পাসে ডানপ্রান্ত ধরে বক্সে ঢুকে বাঁ পায়ে দারুণ এক শট নেন তিনি।

২৮ মিনিটে আবারও গোলে অবদান রাখেন মুর্শেদ। তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে তাঁর পাঠানো ক্রস খুঁজে নেয় সুমন সোরেনকে। বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার।

বিরতির পর ভুটান মরিয়া হয়ে ওঠে ম্যাচে ফিরতে। বাংলাদেশও চাপ অব্যাহত। ৫৩ মিনিটে ভুটানকে গোলের খুব কাছ থেকে ফিরিয়ে দেন ইসমাইল। ৭৫ মিনিটে আবারও ত্রানকর্তা হয়ে দাঁড়ান তিনি। বক্সের ভেতর থেকে নেওয়া কারমা শেরিংয়ের ওয়ান টু ওয়ান শট ঠেকিয়ে দেন এই গোলরক্ষক। যোগ করা সময়ের প্রথম মিনিটে নাজমুলের থ্রু বল ধরে এগিয়ে যান মোহাম্মদ মানিক। কিন্তু ভুটানের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। পরের মিনিটে অবশ্য কোনো ভুল করেননি নাজমুল। মুর্শেদের ক্রসে দারুণ প্লেসিংয়ে ব্যবধান বাড়ান বাংলাদেশ অধিনায়ক।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করলো বাংলাদেশের। একইসঙ্গে মালদ্বীপের জন্য সমীকরণ সহজ হয়ে গেল। ১৩ মে ভুটানের সঙ্গে ড্র করলেই সেমিফাইনালে উঠবে তারা। তবে তাদের টপকাতে হলে ভুটানের জয়ের বিকল্প নেই।

বিভি/টিটি

মন্তব্য করুন: