• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নাসুমের জোড়া শিকারের পর মিরপুরে আবার বৃষ্টি, খেলা বন্ধ

প্রকাশিত: ১৮:৫০, ২১ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
নাসুমের জোড়া শিকারের পর মিরপুরে আবার বৃষ্টি, খেলা বন্ধ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে চলছে বৃষ্টির আধিপত্য। শুরুতে দুই ঘণ্টা বৃষ্টির পর ৩৩.৪ ওভারের সময় আবারও নেমেছে ঝুম বৃষ্টি। শুরু হয়েছে গ্রাউন্ডসম্যানদের তৎপরতা।  এর আগে ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলেছে নিউজিল্যান্ডের। 

বৃষ্টির কারণে এ ম্যাচ আগেই নেমে এসেছে ৪২ ওভারে। এখন এর চেয়ে আরও কমে আসবে  নিশ্চিতভাবেই। তবে এর আগে দারুণ দুটি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ আর তিন উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। টম ব্লান্ডেল ৮ ও কোলে ম্যাককঞ্চি (৮) আছেন ক্রিজে।

নিজের সপ্তম ওভারে জোড়া শিকারে নাসুম ফেরান ফিফটি করা উইল ইয়াং (৫৮) ও রাচিন রবীন্দ্রকে (০)। এর আগে ৯৭ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে এগিয়ে নেন হেনরি নিকোলস ও উইল ইয়াং। ব্রেকথ্রু এনে দেন মুস্তাফিজ। যিনি ইনিংসের প্রথম দুটি উইকেটও শিকার করেছিলেন। 

এর আগে সপ্তম ওভারে মুস্তাফিজের রাউন্ড দ্য উইকেট থেকে করা বলটি বেরিয়ে যাচ্ছিল অ্যালেনের কাছ থেকে। লেগ সাইডে ঘুরিয়ে খেলতে গিয়ে এজড হয়ে যায় উইকেটের পেছনে। ডানদিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন দলে ফেরা নুরুল। ৯ রানে ফিরে যান ফিন অ্যালেন।

পরের ওভারেই মুস্তাফিজের বলে আবারও সোহানের হাতে ক্যাচ। প্রায় একই ভঙ্গিতে ব্যাটিং করতে গিয়েছিলেন চ্যাড বয়েস। পেলেন না রেহাই। ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় সোহানের তালুতে। ৩ বল খেলে মাত্র ১টি রান করেছিলেন তিনি।

এর আগে বৃষ্টির কারণে দুই ঘণ্টারও বেশি সময় পর আবার শুরু হয় খেলা। অসমাপ্ত পঞ্চম ওভার করেন মোস্তাফিজুর রহমান। ম্যাচের দৈর্ঘ্য কমে ৪২ ওভারে দাঁড়িয়েছে। টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: