• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রথমবারের মতো পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

প্রকাশিত: ২০:৪২, ২১ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
প্রথমবারের মতো পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

মিরপুরে ঝুম বৃষ্টি। মাঠ ছাড়ছেন লিটন দাস ও নিউজিল্যান্ডের দুই ব্যাটার

৩৮ বারের মুখোমুখি দেখায় প্রতিবারই রেজাল্ট নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। কিন্তু এবার বেরসিক বৃষ্টির কারণে ফলাফল ছাড়াই নিষ্পত্তি হলো ম্যাচ। মিরপুরে বারবার বৃষ্টি বাধার মুখে পড়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে।

কমপক্ষে ২০ ওভারের ম্যাচ হতে গেলে যে সময়ের মধ্যে শুরু হওয়ার কথা ছিল, সেই সময়েও বৃষ্টি না থামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এতে করে প্রথমবারের মতো পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ। এর আগে ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তোলে নিউজিল্যান্ড।

শুরুতে বৃষ্টির কারণে এ ম্যাচ আগেই নেমে আসে ৪২ ওভারে। দ্বিতীয় ধাপে বৃষ্টি নামার আগে দারুণ দুটি উইকেট নেন নাসুম আহমেদ আর তিন উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। টম ব্লান্ডেল ৮ ও কোলে ম্যাককঞ্চি (৮) ক্রিজে ছিলেন।

নিজের সপ্তম ওভারে জোড়া শিকারে নাসুম ফেরান ফিফটি করা উইল ইয়াং (৫৮) ও রাচিন রবীন্দ্রকে (০)। এর আগে ৯৭ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে এগিয়ে নেন হেনরি নিকোলস ও উইল ইয়াং। ব্রেকথ্রু এনে দেন মুস্তাফিজ। যিনি ইনিংসের প্রথম দুটি উইকেটও শিকার করেছিলেন। 

এর আগে সপ্তম ওভারে মুস্তাফিজের বলে ডানদিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন দলে ফেরা নুরুল। ৯ রানে ফিরে যান ফিন অ্যালেন। পরের ওভারেই মুস্তাফিজের বলে আবারও সোহানের হাতে ক্যাচ। প্রায় একই ভঙ্গিতে ব্যাটিং করতে গিয়েছিলেন চ্যাড বয়েস। পেলেন না রেহাই। ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় সোহানের তালুতে। ৩ বল খেলে মাত্র ১টি রান করেছিলেন তিনি।

৪ ওভার খেলার পর বৃষ্টির কারণে দুই ঘণ্টারও বেশি সময় পর আবার শুরু হয় খেলা। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল আসতে দেয়নি ঢাকার বৃষ্টি।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: