• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাকিস্তানের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন নাসিম শাহ

প্রকাশিত: ১৪:৫৪, ২২ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
পাকিস্তানের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন নাসিম শাহ

মাত্র দুই সপ্তাহ পরই মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৬তম আসর। আসরকে ঘিরে চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুক্রবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম উল হক।

এশিয়া কাপের ম্যাচে চোট পাওয়া নাসিম শাহর কপাল পুড়েছে। সেই ইনজুরিতে বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হয়েছে নাসিমের। তার পরিবর্তে লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন হাসান আলী। শঙ্কা থাকলেও দলে আছেন আরেক পেসার হারিস রউফ।

দল ঘোষণার পরপরই ভক্তদের উদ্দ্যেশে একটি টুইট করে নাসিম লিখেছেন, মনে দুঃখ নিয়ে আপনাদের জানাচ্ছি, আমি চমৎকার এই দলের অংশ হতে পারিনি, যারা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করবে। আমি হতাশ হলেও এটা বিশ্বাস করি যে, সবকিছু আল্লাহর হাতে। দ্রুতই মাঠে ফিরব ইনশাআল্লাহ।

পাকিস্তানের ১৫ সদস্যের বিশ্বকাপ দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, ইফতেখার আহমেদ, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আলী আগা, ওসামা মীর, সৌদ শাকিল, হাসান আলী।

রিজার্ভ ক্রিকেটার- মোহাম্মদ হারিস, আবরার আহমাদ, জামান খান।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: