• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এশিয়ান গেমসে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

প্রকাশিত: ১৭:০৬, ২২ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
এশিয়ান গেমসে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল হংকং। কিন্তু বৃষ্টির কারণে হয়নি একটি বলও। হাংজুর জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্রিকেট মাঠে হওয়ার কথা ছিল ম্যাচটি। 

বাংলাদেশ সময় দুপুর ১২টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারনে পিছিয়ে যায় সেটি। গেমসের নিয়ম অনুযায়ী, বাছাইয়ে এগিয়ে থাকায় হংকংকে টপকে বাংলাদেশ উঠে গেছে সেমিফাইনালে। দুই ঘণ্টা অপেক্ষার পরও আবহাওয়ার উন্নতি না হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। 

একই রকম ভাবে গতকাল ভারতও সেমিফাইনালে উঠে গেছে মালয়েশিয়ার সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায়। আগামী রোববার ভারত–বাংলাদেশের মধ্যে হবে সেমিফাইনাল। আবার দেখা হয়ে যাচ্ছে দুই দলের। দুই দলের মধ্যকার সর্বশেষ সিরিজটি ছিল বেশ আলোচিত। 

আজ দিনের প্রথম ম্যাচে অবশ্য খেলা হয়েছে। সেখানে থাইল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে চলে গেছে শ্রীলঙ্কা। তাদের প্রতিপক্ষ পাকিস্তান।

এর আগে ২০১০ ও ২০১৪ সালে দুবার এশিয়ান গেমসে ক্রিকেট খেলা হয়েছে। দুবারই বাংলাদেশের পুরুষ ও নারী দল অংশ নিয়েছে তাতে। ক্রিকেটই এশিয়াড থেকে দেশকে উপহার দিয়েছে একমাত্র সোনার পদকটি।  ২০১০ সালে গুয়াংজু এশিয়াডে বাংলাদেশের পুরুষ দল জিতেছিল সোনা। সেবারও মেয়েরা জিতেছিল রুপা। ২০১৪ সালে পুরুষেরা ব্রোঞ্জ জিতলেও মেয়েরা রুপার পদক অক্ষুণ্ন রেখেছিল।

এর মধ্যে এক আসর না থাকলেও এবারের এশিয়াডে অবারও অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। পুরুষ ও নারী—দুই বিভাগেই ক্রিকেট হচ্ছে টি–টোয়েন্টি সংস্করণে। ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া মেয়েদের ক্রিকেট চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। পুরুষদের ক্রিকেট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।

বিভি/এসকে/এজেড

মন্তব্য করুন: