ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ মার্কিন ডলার

মাত্র দুই সপ্তাহ পরই শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এবারের আসর বসে ভারতে। ইতোমধ্যেই ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতো দলগুলো নিজেদের বিশ্বকাপ দল প্রকাশ করেছে। আর দল ঘোষণার মধ্যে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন দল পাবে বড় অঙ্কের অর্থ ৪ মিলিয়ন বা ৪০ লাখ মার্কিন ডলার। গ্রুপপর্বে বিজয়ী দল পাবে ৪০ হাজার ডলার।
আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সর্বমোট প্রাইজমানি ১০ মিলিয়ন ডলার। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার। রানার্সআপ দল পাবে ২ মিলিয়ন ডলার।
সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৮ লাখ ডলার করে। গ্রুপ পর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার। সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া ৬টি দল পাবে ১ লাখ ডলার করে।
বিশ্বকাপের প্রাইজমানি। কোন দল কত টাকা পাবে জেনে নিন..
> চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৪৩ কোটি ৮৯ লাখ টাকা।
> রানার্সআপ দল পাবে ২ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় ২১ কোটি ৯৪ লাখ টাকা।
> সেমিফাইনালে হেরে যাওয়া দল পাবে ৮ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৭৮ লাখ টাকা।
> সেমিফাইনালে উঠতে না পারা দল পাবে ১ লাখ ডলার বা ১ কোটি ৯ লাখ টাকা।
> গ্রুপপর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য পাবে ৪০ হাজার ডলার বা ৪৩ লাখ ৮৯ হাজার টাকা। (জি কারেন্সি অনুযায়ী ১ ডলার সমান ১০৯ টাকা ধরে)
বিভি/এজেড
মন্তব্য করুন: