• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হাসানের ইয়র্কার ও নাসুমের টার্ন, ধীরে এগোচ্ছে কিউইরা

প্রকাশিত: ১৭:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
হাসানের ইয়র্কার ও নাসুমের টার্ন, ধীরে এগোচ্ছে কিউইরা

মিরপুরে ধীরগতিতে রান বাড়াচ্ছে সফরকারী নিউজিল্যান্ড। ৪০ ওভার পেরিয়ে গেলেও জড়ো হয়নি দুশো রান। মুস্তাফিজ-খালিদের জোড়া শিকারের পর মাহদী-হাসান-নাসুম পেয়েছেন সফলতা। নিউজিল্যান্ডকে বিপদ থেকে উদ্ধার করে এগিয়ে দিয়েছেন হেনরি নিকোলস ও টমে ব্লান্ডেল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান করেছে সফরকারী নিউজিল্যান্ড। ইশ সোধি (২) ও কাইলি জেমিসন (৫) রানে ক্রিজে আছেন। এর আগে ৪৯ রানে ফিরে গেছেন হেনরি নিকোলস এবং ৬৮ রানে ফিরেছেন ব্লান্ডেল।

হাসান মাহমুদের ইয়র্কার বল ব্যাটে নাগাল পান ব্লান্ডেল। ৬৬ বলে ৬৮ রানে ফিরে যান বোল্ড হয়ে। এরপর ক্রিজে এসে ৩৩ বলে ২০ রান করে নাসুমের বলে লেগবিফোরের ফাঁদে পড়েন ম্যাককনচি।

এর আগে মুস্তাফিজুর রহমান শুরুতেই জোড়া শিকার করেন। একটু ব্যাকফুটে চল যায় নিউজিল্যান্ড। পরে আরও দুটি উইকেট শিকার করেন অভিষিক্ত খালেদ। সেখান থেকে দলকে এগিয়ে নিচ্ছেন নিকোলস-ব্লান্ডেল জুটি। এই জুটি থেকে আসে ৯৫ রান।

দুই পরিবর্তনের এই ম্যাচে আজ বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে পেসার খালেদ আহমেদের। যদিও খালেদের টেস্ট অভিষেক হয়েছে আগেই। পেসার হাসান মাহমুদও সুযোগ পাচ্ছেন তানজিম সাকিব চোট পাওয়ায়। টস জিতে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। ফিল্ডিংয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়ং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোলে ম্যাককনচি, ইশ সোধি, কাইলি জেমিসন, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

বিভি/এসকে/এজেড

মন্তব্য করুন: