অলআউট হলো নিউজিল্যান্ড, জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৫৫

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৫৫ রানের। টস জিতে আগে ব্যাটিং করে ২৫৪ রানেই অলআউট হয়েছে নিউজিল্যান্ড। অভিষিক্ত খালেদ আহমেদ ও মাহেদী হাসান ৩টি করে উইকেট নেন। নিউজিল্যান্ডের হয়ে টম ব্লান্ডেল ৬৮ এবং হেনরি নিকোলস ৪৯ রান করেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ৪৯.২ ওভার ব্যাটিং করে ২৫৪ রান তুলেছে সফরকারীরা।
শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমে মুস্তাফিজুর রহমানের জোড়া শিকারে একটু ব্যাকফুটে চলে যায় নিউজিল্যান্ড। পরে আরও বিপদ বাড়িয়ে দুটি উইকেট শিকার করেন অভিষিক্ত খালেদ। সেখান থেকে দলকে এগিয়ে নেন নিকোলস-ব্লান্ডেল জুটি। এই জুটি থেকে আসে ৯৫ রান।
এছাড়া নিউজিল্যান্ডের হয়ে ৩৫ রান করেন মানকাডিংয়ের শিকার হয়েও ক্রিজে ফিরে আসা ইশ সোধি। আউট হওয়ার পরও হাসান মাহমুদ আর লিটন দাস ফিরিয়ে আনেন সোধিকে। ম্যাককোনচি ও জেমিসন প্রত্যেকেই রান করে ২০ করে।
খালিদ আহমেদ ও মাহেদী হাসান ৩টি করে ছাড়াও মোস্তাফিজুর রহমান ২টি, নাসুম ও হাসান মাহমুদ একটি করে উইকেট নেন।
দুই পরিবর্তনের এই ম্যাচে আজ বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে পেসার খালেদ আহমেদের। যদিও খালেদের টেস্ট অভিষেক হয়েছে আগেই। পেসার হাসান মাহমুদও সুযোগ পাচ্ছেন তানজিম সাকিব চোট পাওয়ায়।
বিভি/এজেড
মন্তব্য করুন: