• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আউট হওয়া সোধিকে ফিরিয়ে আনলেন লিটন, প্রশংসার জোয়ার

প্রকাশিত: ১৮:৫৩, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
আউট হওয়া সোধিকে ফিরিয়ে আনলেন লিটন, প্রশংসার জোয়ার

নিয়ম তো নিয়মই! কিন্তু কখনো কখনো স্পোর্টসম্যানশিপের নজির স্থাপন হয় ক্রীড়া জগতে। যা প্রশংসার জোয়ারে ভাসায় ব্যক্তিকে। এমন ঘটনাই ঘটেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। মিরপুরের মাঠে আজকের নায়ক লিটন দাস ও হাসান মাহমুদ। আউট হয়ে ফিরে যাচ্ছিলেন ইশ সোধি। ডেকে এনে ব্যাটিং করতে বললেন লিটন দাস।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ইনিংসের ৪৬তম ওভারে বোলিং করতে এসেছিলেন হাসান। চতুর্থ বল করার আগে থেমে যান তিনি। ডেলিভারের আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া নিউজিল্যান্ড ব্যাটসম্যান ইশ সোধিকে নন স্ট্রাইক প্রান্তে রানআউট করেছিলেন হাসান। 

রিপ্লে দেখে তাকে রান আউটও দেন টিভি আম্পায়ার। আউট হওয়ার পর হাসতে হাসতে মাঠ ছাড়তে থাকেন সোধি। যাওয়ার পথে ব্যাটে চাপড় মেরে কোনো কিছু ইশারাও করছিলেন নিউজিল্যান্ড অলরাউন্ডার। যখন সোধি ফিরে যাচ্ছিলেন তখন লিটন দাসকে আম্পায়ার এরাসমাসের সঙ্গে কথা বলতে দেখা যায়। এরপরই আম্পায়ার সোধিকে ফিরে আসার সংকেত দেন। এর অর্থ, আবেদন তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এ সব ক্ষেত্রে চাইলে দলের অধিনায়ক আবেদন তুলে নিতে পারেন। 

আউট হওয়ার সময় ২৫ বলে ১৭ রানে থাকা সোধি শেষ পর্যন্ত রান করেন ৩৫। ফিরে আসা সোধির মুখের হাসি চওড়া হয় এরপর। হাসান মাহমুদকে জড়িয়েও ধরেন তিনি। শেরেবাংলার দর্শকেরাও করতালিতে তাকে স্বাগত জানান আবার।

বিভি/এজেড

মন্তব্য করুন: