তামিম রান পেলেও ব্যর্থ লিটন ও সৌম্য, ধুঁকছে বাংলাদেশ

শূন্য রানে আউট হয়ে দলকে বিপদে ফেলেন সৌম্য সরকার।
দীর্ঘদিন পর ব্যাট হাতে ক্রিজে নেমে রান পাচ্ছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। রান পাননি লিটন দাসও। টপঅর্ডারদের ব্যর্থতায় ২৫৫ রানের জবাবে খেলতে নেমে ধুঁকছে বাংলাদেশ। ১৫ ওভার শেষ হয়নি এরই মধ্যে ৪টি উইকেট হারিয়েছে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭২ রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য এখনো ১৮৩ বলে ৩৫ ওভারে দরকার। ক্রিজে আছেন ওপেনার তামিম ইকবাল (৪০) ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ (১)।
তামিমের সঙ্গে ওপেনিং করতে নেমে সুবিধা করতে পারেননি লিটন দাস। ১৯ রানের জুটি গড়ে দিয়ে ৬ রানেই ফিরে যান লিটন। পরে ইশ সোধির ঘূর্ণি জাদুতে পড়ে একে একে সাজঘরে যান তানজিদ হাসান তামিম (১৬), সৌম্য সরকার (০) ও তাওহীদ হৃদয় (০)।
নিউজিল্যান্ডের হয়ে ইশ সোধি একাই নিয়েছেন তিনটি উইকেট। বাকি উইকেটটি শিকার করেছেন কাইলি জেমিসন।
এর আগে টস জিতে ব্যাটিং করে ৪৯.২ ওভারে ২৫৪ রানে অলআউট হয় সফরকারী নিউজিল্যান্ড। খালেদ ও মাহেদী তিনটি করে এবং মুস্তাফিজ ২টি উইকেট নেন। সফরকারীদের হয়ে টম ব্লান্ডেল ৬৮ এবং হেনরি নিকোলস ৪৯ রান করেন।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: