• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

লিটন-মিরাজ নন, শেষ ম্যাচে বাংলাদেশের অধিনায়ক শান্ত

প্রকাশিত: ২১:৪০, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
লিটন-মিরাজ নন, শেষ ম্যাচে বাংলাদেশের অধিনায়ক শান্ত

নাজমুল হোসেন শান্ত (ফাইল ছবি)

এশিয়া কাপ চলাকালে ইনজুরিতে পড়েন ওপেনার ব্যাটার নাজমুল হাসান শান্ত। এরপর আর দলে ফেরেননি তিনি। নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুটি ম্যাচে ছিলেন না। তবে তিনি খেলবেন তৃতীয় ও শেষ ওয়ানডেতে। তিনি দলে ফিরছেন দলের অধিনায়ক হিসেবে।

আগামী মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ দিয়ে খেলায় ফিরবেন নাজমুল। একই সঙ্গে দলে ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। শেষ ওয়ানডেতে দলে নেই মুস্তাফিজু, তানজিম হাসান, সৌম্য সরকার ও খালেদ আহমেদ। 

প্রথম দুই ওয়ানডের দলে থাকা লিটন দাস ও তামিম ইকবাল বিশ্রামে গেছেন। লিটন স্বাভাবিক বিশ্রামে গেলেও তামিম পিঠে অস্বস্তির কারণে খেলবেন না। লিটনের জ্বরের ধকল না কাটায় বিশ্রাম চেয়েছেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: