• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এশিয়ান গেমসে পদক জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
এশিয়ান গেমসে পদক জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

বাংলাদেশ এশিয়ান গেমসের দল। ছবি- বিসিবি

এশিয়ান গেমস পদক জয়ের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। নারী ক্রিকেট দলের হাত ধরে আসতে পারে এবারের আসরের প্রথম পদক। ভারতের নারী দলের কাছে হেরে ফাইনালে যাওয়া থেকে ছিটকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আসে বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে টি-টুয়েন্টি ফরম্যাটের এই ম্যাচে মাত্র ৬৫ রানের লক্ষ্যমাত্রা পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

জিতলেই ব্রোঞ্জ জয় এমন সমীকরণের ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ।  সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে চীনের ঝেইজ্যাং বিশ্ববিদ্যালয়ের মাঠে পাকিস্তানকে ৬৪ রানে থামিয়ে দিয়েছে মারুফা-রাবেয়ারা। মাত্র ৬৫ রান করলেই এশিয়ার অলিম্পিক থেকে ব্রোঞ্জ নিয়ে ফিরবে টাইগ্রেসরা।

পাকিস্তানের হয়ে আলিয়া রিয়াজ সর্বোচ্চ ১৭, নিদা দার ১৪, সাদাফ শামস ১৩ এবং নাতালিয়া পারভেজ ১১ রান করেন। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত সফল স্বর্ণা আক্তার মাত্র ১৬ রানের বিনিময়ে নেন ৩টি উইকেট। সানজিদাও বেশ কম স্ট্রাইকরেটে শিকার করেন ২টি উইকেট। বাকিদের মধ্যে মারুফা, নাহিদা ও রাবেয়া একটি করে উইকেট নেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩০ রান তুলেছে বাংলাদেশ। আর মাত্র ৩৫ রান দরকার ৮৪ বলে।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: