টস জিতলেন শান্ত, বাংলাদেশের একাদশে আছেন কারা?
পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের মাধ্যমেই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে ওপেনার তানজিদ হাসান তামিমের।
শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাকে অভিষেক ক্যাপ পরিয়ে দেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দলে সুযোগ পেয়েছেন সাদা বলের ক্রিকেটে বাজে ফর্মে থাকা ওপেনার লিটন দাসও। এছাড়াও, দীর্ঘ বিরতির পর এই ম্যাচের মাধ্যমে লাল সবুজের জার্সিতে দেখা যাবে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধি.), ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ক্লাইভ মান্দান্ডে (উইকেটরক্ষক), লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারভা।
বিভি/এজেড
মন্তব্য করুন: