• NEWS PORTAL

  • রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬

৪৮ ঘণ্টার মধ্যেও সাড়া না মিললে নাজমুলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে যাচ্ছে বিসিবি

প্রকাশিত: ১৯:৪১, ১৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৪১, ১৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
৪৮ ঘণ্টার মধ্যেও সাড়া না মিললে নাজমুলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে যাচ্ছে বিসিবি

বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও তার কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছে বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না এলে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট করে জানিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নাজমুলকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।

ইফতেখার বলেন, “আমরা গঠনতন্ত্রের বাইরে কোনো সিদ্ধান্ত নিই না। নাজমুল ইসলামকে নিয়ম অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। ১৭ জানুয়ারি দুপুরের মধ্যে তার জবাব পাওয়ার কথা।”

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা পাওয়া গেলে বিষয়টি পরবর্তী ধাপে ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হবে। “গঠনতন্ত্রে যেভাবে লেখা আছে, ঠিক সেভাবেই পুরো প্রক্রিয়াটি এগোবে,”—যোগ করেন তিনি।

তবে বড় সমস্যা হচ্ছে, নোটিশ দেওয়ার পর পুরো দিনজুড়েই নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানান ইফতেখার। “আমরা সারাদিন চেষ্টা করেছি তাকে পাওয়া যায় কি না। এমনকি তাকে বোর্ডে হাজির করার চেষ্টাও ছিল, কিন্তু কোনোভাবেই যোগাযোগ সম্ভব হয়নি,” বলেন তিনি।

জবাব না এলে কী হবে, এমন প্রশ্নে ইফতেখার বলেন, “যদি কেউ অনুপস্থিত থাকে এবং নির্ধারিত সময়েও কোনো ব্যাখ্যা না দেয়, তাহলে তার ফল কী হয়, তা সবারই জানা। আদালতের মামলার মতোই বিষয়টি।”

ডিসিপ্লিনারি কমিটিকেও পুরো বিষয়টি অবহিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতুর সঙ্গে আমরা কথা বলেছি। নিয়ম অনুযায়ীই সিদ্ধান্ত হবে। উনি জবাব না দিলে তার পরিণতি তাকেই ভোগ করতে হবে।”

এই ‘পরিণতি’ কি নাজমুলের পরিচালকের পদ হারানো বোঝাচ্ছে, এমন প্রশ্নে ইফতেখারের জবাব ছিল সংক্ষিপ্ত, “হ্যাঁ।”

নাজমুল ইসলামের মন্তব্যকে কেন্দ্র করেই দেশের ক্রিকেটে সৃষ্টি হয় বড় ধরনের অচলাবস্থা। বুধবার গণমাধ্যমে তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াব জানিয়ে দেয়, নাজমুল পদত্যাগ না করলে বিপিএলের ম্যাচে তারা অংশ নেবে না।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনের দুটি ম্যাচই মাঠে গড়ায়নি। প্রথম ম্যাচ ক্রিকেটাররা বয়কট করেন এবং দ্বিতীয়টি বিসিবি স্থগিত করে। অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে নাজমুলকে সরিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। পরে দীর্ঘ আলোচনা শেষে মধ্যরাতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়।

পুরো ঘটনা প্রসঙ্গে ব্যক্তিগত মত জানিয়ে ইফতেখার রহমান বলেন, “আমি সাবেক ক্রিকেটার হিসেবে বলছি—উনি বড় ভুল করেছেন। কাউকে ছোট করে দেখার অধিকার কারও নেই।”

শেষ পর্যন্ত নাজমুলের প্রতি পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা চেষ্টা করছি বিষয়টি সুন্দরভাবে শেষ করতে। উনি ভুল করেছেন, এটা আমরা মনে করি। তবে শেষ সিদ্ধান্ত তাকেই নিতে হবে।”

বিভি/এজেড

মন্তব্য করুন: