সাফ নারী ফুটসাল-২০২৬
ভারতকে হারালেও ভুটানের বিরুদ্ধে জিততে পারলো না বাংলাদেশ
থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩–৩ গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচজুড়ে দুইবার পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন দেখিয়ে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আদায় করে নেয় সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।
ম্যাচের শুরুতেই প্রথম আঘাত হানে ভুটান। তবে মধ্যমাঠ থেকে নেওয়া সুমাইয়া মাতসুসিমার দুর্দান্ত দূরপাল্লার শটে দ্রুত সমতায় ফেরে বাংলাদেশ। ১–১ সমতায় প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধে কয়েকটি নিশ্চিত সুযোগ নষ্ট করে বাংলাদেশ, যার সুযোগ নেয় ভুটান। পরপর দুই গোল করে তারা আবার এগিয়ে যায়। তবুও দমে যায়নি লাল-সবুজের মেয়েরা। অধিনায়ক সাবিনা খাতুনের গোলে ম্যাচে ফেরে বাংলাদেশ। এরপর মাসুরা পারভীনের গোলে সমতা আসে।
শেষ দিকে দুই দলই জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি, ফলে ম্যাচটি ৩–৩ সমতায় শেষ হয়।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩–১ গোলে ভারতকে হারিয়েছিল। ভুটান তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১–১ গোলে ড্র করে। ছয় দল অংশ নেওয়া এই সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে লিগ পদ্ধতিতে প্রত্যেক দল পাঁচটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই শিরোপা জিতবে।
দুই ম্যাচ শেষে বাংলাদেশের নারী দল সংগ্রহ করেছে ৪ পয়েন্ট, আর পুরুষ দল পেয়েছে ১ পয়েন্ট।
বিভি/এজেড



মন্তব্য করুন: